বাথরুমের হ্যাঙ্গারে ঝুলেছিল গৃহকর্মীর মরদেহ

রাজধানীর বড় মগবাজারের একটি বাসা থেকে মোছা. ফারজানা (১৪) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল আলম বলেন, রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে ওই বাসার বাথরুমের হ্যাঙ্গার থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আমরা আশপাশের লোকজনের কাছে জানতে পেরেছি ফারজানা ওই বাসায় গৃহকর্মী ছিল। গৃহকর্তা শাহাবুদ্দিন সবুজ ব্যবসায়িক কাজে বরিশাল গিয়েছিলেন। গতকাল রাতে পৌনে ২টার দিকে বাসায় এসে দেখেন বাথরুমের লাইট জ্বলাছে। তারা বাথরুমের দরজা ধাক্কাধাক্কি করে না খোলায় দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন বাথরুমের হ্যাঙ্গারে ফারজানা গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে।
এসআই রাকিবুল আলম বলেন. গৃহকর্তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। তবু ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ফারজানার গ্রামের বাড়ি ভোলার তজিমুদ্দিন থানার চর তজিমুদ্দিন এলাকায়। বাবার নাম রবিউল ইসলাম।
কাজী আল-আমিন/বিএ/জিকেএস