যাত্রাবাড়ীতে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে গণধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ব্যক্তির নাম হানিফ খন্দকার (২৭)।
রোববার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানান র্যাব-১০ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি এম ফখরুল হাসান।
তিনি বলেন, শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে যাত্রাবাড়ী থানায় গণধর্ষণ মামলার পলাতক আসামি হানিফ খন্দকারকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ সূত্রে তিনি আরও বলেন, গ্রেফতার আসামি ওই ঘটনায় মামলা দায়েরের পর থেকে যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল।
গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরএসএম/এমকেআর/এমএস