১০ শতাংশ ছাড়ে ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ালো ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) হোল্ডিং ট্যাক্স রেয়াত ও সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩০ নভেম্বর বাড়িয়েছে ডিএনসিসি। সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল পদ্ধতির সঙ্গে ডিএনসিসির এলাকাধীন করদাতা বা ব্যবসায়ীদের পরিচিতির সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪ কিস্তি হোল্ডিং ট্যাক্স একসঙ্গে অনলাইনে দেওয়া হলে ২০২৩-২০২৪ অর্থবছরের ৪ কিস্তির ওপর ১০ শতাংশ (শতকরা দশভাগ) রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর বাড়ানো হলো।

করদাতারা বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরের ৪ কিস্তি হোল্ডিং ট্যাক্স এক সঙ্গে পরিশোধ করে অর্থাৎ ২০২৩-২০২৪ অর্থবছরের ৪ কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

এমএমএ/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।