সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা জরুরি: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৩

সড়ক দুর্ঘটনা কমাতে পথচারী ও চালকদের সচেতনতা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নগরীর ষোলশহর ২নং গেট জংশনে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় পুরো নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। যদিও বর্তমানে সড়ক দুর্ঘটনায় হতাহত কমানো এক বড় চ্যালেঞ্জ। এজন্য নগরীজুড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ফুটওভার ব্রিজ গড়ে তুলছি। তবে সড়ক দুর্ঘটনা কমাতে চাই জনসচেতনতা। জনগণ ফুটওভার ব্রিজ ব্যবহার করলে, নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো সম্ভব হবে।

আরও পড়ুন>> ছেলের দোকানে যাওয়ার পথে মাইক্রোচাপায় বীর মুক্তিযোদ্ধা নিহত

এসময় অন্যদের মধ্যে কাউন্সিলর মো. মোরশেদ আলম, জোবাইরা নার্গিস খান, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, রাজনৈতিক বিশ্লেষক ড. মাসুম চৌধুরী, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, মো. শাহিনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দীক, রিফাতুল করিম উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।