বিএসএমএমইউতে চালু হলো টিএসসি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিএসসি (ছাত্র শিক্ষক কেন্দ্র) চালু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ টিএসসির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের নীচতলার ব্যাংক, যেখানে পরীক্ষানিরীক্ষার ফি বাবদ টাকা জমা নেয়া হয় তার অদূরে স্থাপিত এই টিএসসিতে ক্যান্টিন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস খেলা ও হালকা ব্যায়ামের যন্ত্রপাতি রয়েছে।
দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউ এর শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি টিএসসি চালু হওয়ায় শিক্ষার্থীরা খুবই আনন্দিত। তারা বলছেন, এতদিন কারও মুখে টিএসসি (শিক্ষক ছাত্র কেন্দ্র) শব্দটি শুনলেই চোখ বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকে বুঝতাম। এখন বিএসএমএমইউতে টিএসসি চালু করায় তারা ভিসির প্রতি কৃতজ্ঞতা জানান। নবনির্মিত টিএসসির উদ্বোধন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙিন বেলুন ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, প্রাণবন্ত মানুষ ছাড়া সৃষ্টিশীল কাজ হয় না। জাতির জনকের নামে স্থাপিত দেশের একমাত্র এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিএসসি চালু করার মাধ্যমে ছাত্র-শিক্ষকরা পরস্পরকে আরো ভালো করে জানতে পারবেন এবং তারা আরো কাছাকাছি আসবেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসাসেবা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডা. এএসএম জাকির হোসেন সুমন, ডা. মামুন মোর্শেদ, ডা. বশির আহমেদ জয় প্রমুখ।
অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মাসুদা বেগম, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. আবু সফি আহমেদ আমিন, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম, সম্মানিত সিন্ডিকেট মেম্বার ডা. হারিসুল হক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল মজিদ ভূঁইয়া,পরিচালক মানবসম্পদ উন্নয়ন ডা. জামাল উদ্দিন খলিফা, চীফ এস্টেট অফিসার ডা. একেএম শরীফুল ইসলাম সহকারী প্রক্টর ডা. এসএম মোস্তফা জামান প্রমুখসহ শিক্ষক, ছাত্রছাত্রী, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমইউ/এআরএস/এবিএস