মুরগি চুরি নিয়ে কথা-কাটাকাটি, বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩
প্রতীকী ছবি

দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মো. আরিফুল ইসলাম আরিফ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফুল হাসপাতালে নিয়ে আসা আরেক বন্ধু হাসান জাগো নিউজকে বলেন, মুরগি চুরির বিষয় নিয়ে সালিশ বৈঠকে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে আরিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার বন্ধু। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আরিফুলের বাবা মো. জয়নাল বলেন, আরিফকে বিদেশে পাঠানোর জন্য গাড়ির ইঞ্জিনের মেকানিক্যাল কোর্সে ভর্তি করেছি। আমি বাসায় ফেরার পথে বড় ছেলে ফোনে জানায় আরিফকে কে বা কাহারা ছুরিকাঘাত করেছে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এরপর আমি ঢাকা মেডিকেলে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।