নবনিযুক্ত প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিলেন ডিবিপ্রধান হারুন

দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে তরবারি উপহার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলার ঐতিহ্যগত স্বারক হিসেবে এই উপহার দেন তিনি। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা আয়োজিত নাগরিক সংবর্ধনায় তিনি প্রধান বিচারপতির হাতে এই তরবারি তুলে দেন। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকার সভাপতি প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধান বিচারপতিকে দেওয়া নাগরিক সংবর্ধনায় হারুন অর রশীদ বলেন, আমাদের গর্বের ও অহংকারের নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ।
তিনি বলেন, ছয় জেলা নিয়ে বৃহত্তর ময়মনসিংহের রূপান্তর হলেও ইতিহাস, শিল্প সমৃদ্ধ জীবন-সংস্কৃতির অবিনাশী প্রেক্ষাপটের ব্যাপ্তি এবং বিশালতায় একই সূত্রে গাঁথা। এই মিলন বন্ধনকে আরও বেগবান করার জন্য বৃহত্তর ময়মনসিংহের স্বপ্ন যাত্রা শুরু হয়েছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু, সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ প্রমুখ।
আরএসএম/কেএসআর/জেআইএম