সেনাসদস্য সাইফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৩

২০১৮ সালে ঝিনাইদহে সেনাসদস্য সাইফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুর্ধর্ষ ডাকাত মো. মতিয়ার রহমান ওরফে ফইনে ডাকাতকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাসদস্য সাইফ ঝিনাইদহের নিজ বাড়িতে ছুটিতে অবস্থানকালীন ২০১৮ সালের ১৮ আগস্ট রাতে বদরগঞ্জ বাজার হতে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বেলতলারদাড়ি নামক স্থানে একটি সংঘবদ্ধ ডাকাতদলের হাতে নির্মমভাবে খুন হন তিনি।

এ ঘটনায় নিহত সেনাসদস্যের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২১ সালের ১৫ ডিসেম্বর গ্রেফতার ফইনে ডাকাতসহ মোট ৮ আসামিকে মৃত্যুদণ্ড দেন।

মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ ডাকাত মতিয়ার রহমান ডাকাতকে গ্রেফতার করা হয়।

টিটি/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।