অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইনি ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২০ পিএম, ০২ অক্টোবর ২০২৩
ডিএমপির নবনিযুক্ত কমিশনার হাবিবুর রহমান

রাজনৈতিক সংগঠনগুলো অনুমতি ছাড়া কোনো সভা সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (২ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ‘মিট দ্য প্রেস’ এ এ কথা জানান তিনি।

আরও পড়ুন: যতটুকু অপরাধ ততটুকু শাস্তি পাবে: ডিএমপি কমিশনার 

ডিএমপি কমিশনার বলেন, আজকেও বিরোধী দলের একটি কর্মসূচি রয়েছে। তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়েছে। আমরা যেভাবে অনুমতি দিয়েছি সেভাবেই তারা কাজ করছে। কোনো সংগঠন যদি অনুমতি ছাড়া কোনো কিছু করতে চায়, ডিএমপির অধ্যাদেশে যেই নিয়ম-কানুন রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ‘মেসেজ টু কমিশনার’ চালু করা হবে: ডিএমপি কমিশনার 

বিএনপি এর আগে অবরোধ করেছে। সামনে যদি আবারও অবরোধে যায় তাহলে আপনারা কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে কমিশনার বলেন, আমরা বলেছি ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।

আরও পড়ুন: নির্বাচনে অস্ত্রের ঝনঝনানি করতে দেবো না: ডিএমপি কমিশনার 

আরএসএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।