সরকারি খাস জমি দখল, দুই ভাইয়ের নামে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮ এএম, ০৩ অক্টোবর ২০২৩

জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি দখল ও দলিল করার অভিযোগে গাজীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ অক্টোবর) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক প্রান্তিক সাহা বাদী হয়ে এ মামলা করেন।

২০০৩ সালের এ ঘটনা দুদকের অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার আসামিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা মো. আব্দুর রহিম ও জাহাঙ্গীর আলম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি খাস খতিয়ানের জমি জানা সত্ত্বেও প্রতারণার আশ্রয় নিয়ে জালিয়াতির মাধ্যমে শ্রীপুর উপজেলাধীন কেওয়া মৌজার মোট ৩২ শতাংশ সরকারি খাস জমি নিজেদের নামে দেখিয়ে এওয়াজ পরিবর্তন দলিল করেছেন।

এসএম/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।