খাতুনগঞ্জে পলিথিন জব্দ, ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৩ অক্টোবর ২০২৩

দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে পৌনে দুই টন পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ অক্টোবর) খাতুনগঞ্জের ওসমানিয়া গলিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় ওসমানিয়া গলির একটি গোডাউন এবং রহমান অ্যান্ড ব্রাদার্সের গোডাউন থেকে এক হাজার ৭০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকরী সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুসারে চাক্তাই ও খাতুনগঞ্জ এলাকায় অবৈধ পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।