সানিয়াকে নিয়ে প্রশ্নে রেগে গেলেন মালিক


প্রকাশিত: ১২:১৭ পিএম, ২৫ মার্চ ২০১৬

প্রেম করেই বিয়ে করেছেন তারা। ঝগড়ার কোন আলামত ও পাওয়া যায়নি। তাহলে কি হল হঠাৎ সাইনিয়া-মালিক দম্পত্তির মাঝে? সানিয়া মির্জার নাম শুনে আচমকাই রেগে গেলেন তার স্বামী শোয়েব মালিক! কয়েকদিন আগেও এশিয়া কাপে সানিয়া মির্জাকে প্রশ্ন করা হয়েছিল, ‘কোন দেশকে আপনি সমর্থন করবেন?’ এমন প্রশ্নে সানিয়া রেগে না গিয়ে সুন্দরভাবেই উত্তর দিয়েছিলেন; কিন্তু কি এমন হলো যে, শোয়েব মালিককে সানিয়া সম্পর্কে কিছু বলার পরেই ক্ষেপে গেলেন!

সাম্প্রতিক সময়ে টেনিসে বেশ ভালো সময় পার করছেন সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এক পাক সাংবাদিক শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন, ‘টেনিস কোর্টে আপনার স্ত্রী সানিয়া এত ভাল পারফর্ম করছেন অথচ আপনি সেভাবে পারফরম্যান্স করতে পারছেন না। কেমন লাগে ব্যাপারটা?’

এ প্রশ্ন শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি শোয়েব মালিক। উত্তরে বলেন, ‘আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই; কিন্তু আপনি পাকিস্তান থেকে এসেছেন, তাই উত্তর দিচ্ছি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ছয় ওভারের পরে বাউন্ডারির সংখ্যা কমে এসেছিল। বড় শট খেলার জন্য একটু সময়ের দরকার ছিল ব্যাটসম্যানদের। আপনি যদি ভাল করে হোমওয়ার্ক করে আসতেন, তাহলে জানতেন প্রত্যাবর্তনের পরে আমি ভালই পারফর্ম করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আমার গড় প্রায় ৩৫। হোমওয়ার্ক করা থাকলে এই প্রশ্নটা করতেন না। যাই হোক আমি আপনাকে শ্রদ্ধা করি।’

আরআর/আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।