ঢাবিতে কালরাত্রি স্মরণে স্মৃতিচারণ ও আলোর মিছিল


প্রকাশিত: ০২:২৫ পিএম, ২৫ মার্চ ২০১৬

১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাক-হানাদার বাহিনীর আক্রমণে নিহত শহীদদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘স্মৃতি চিরন্তন চত্বরে’ স্মৃতিচারণ ও আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদের সভাপতিত্বে এ স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথির বক্তব্যে একাত্তরের বিভীষিকাময় দিনের কথা স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের অগণিত শহীদ শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, একাত্তরের কথা বলে শেষ করা যাবে না। এই স্মৃতি চিরন্তনে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তার বাইরে আরও অনেক অজানা নাম রয়েছে, রয়েছে অজানা ইতিহাস। এই ইতিহাসের লিখিত উপাদান কিংবা দলিল হয়তো নেই, এই উপাদান রয়েছে মানুষের মনে। আজকের প্রজন্মকে তা থেকে অনুপ্রেরণা লাভ করতে হবে।

উপাচার্য আরো বলেন, একশ্রেণির রাজনীতিবিদরা এই গণহত্যা এমনকি আমাদের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে যে মিথ্যাচার এবং বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস করেন তার বিরুদ্ধে সকলকে স্বোচ্চার হতে হবে। ইতিহাসের সত্যকে উন্মোচিত করতে হবে। স্মৃতিচারণ অনুষ্ঠান শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে আলোর মিছিল করা হয়।

এমএইচ/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।