জাতীয় স্মৃতিসৌধে জবির শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
শনিবার সকাল ৮টার দিকে জবির পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পুস্পস্তবক অর্পণ করেন।
পরে পর্যায়ক্রমে জবি শিক্ষক সমিতি, নীলদল, বাংলাদেশ ছাত্রলীগ জবি শাখা, কর্মকর্তা-কর্মচারী সমিতি সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেএইচ/আরআইপি