আজকের ধাঁধা : ২৮ মার্চ ২০১৬
ধাঁধা :
১. ‘সেই জিনিসটা কারে কয়,
যার আছে সে ভীরু নয়।’
২. ‘স্বর্গেতে করে বাস,
কোন সে সুন্দরী।
তার নামে বাজারে
পাবে ঝুড়ি ঝুড়ি।’
৩. ‘সাতের মধ্যে মা জননী,
শেষ কথাটা সবাই জানি।’
৪. ‘সোজা উল্টা একই কথা,
লেজ কাটলে হয় সংখ্যা।’
উত্তর :
১. সাহস
২. রম্ভা
৩. সমাপ্ত
৪. নয়ন
এসইউ/এমএস