মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরাই ইসরায়েলি গণহত্যা সমর্থন করছে: মেনন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১ পিএম, ৩০ অক্টোবর ২০২৩

মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল তারাই ফিলিস্তিনে ইসরায়েলের চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞকে সমর্থন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

সোমবার (৩০ অক্টোবর) সংসদে উত্থাপিত ১৪৭ বিধির সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব তোলেন সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রাশেদ খান মেনন বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা বিরোধিতা করেছিল, তারাই ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যাকে সমর্থন করছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে আইসিসি কোনো কথা বলছেন না। মার্কিন যুক্তরাষ্ট্র এটাকে সমর্থন দিয়ে ভূমধ্যসাগরে যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে। অবাক করা বিষয় হচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলো কোনো কথা বলছে না।

জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, পশ্চিমা দেশের নেতারা ইসরায়েলে ছুটে গেলো। বললো তাদের ইসরায়েলের প্রতি সমর্থন আছে। গণতন্ত্রের কথা বলে তারা, তারা আফগানিস্তান ধ্বংস করেছে, ইরাকের সাদ্দামকে ধ্বংস করেছে। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা যখন ভয়াবহ যুদ্ধ করছি, তখন যুদ্ধ বিরতির জন্য যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছিল। তখন সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটো দিয়ে রুখে দিয়েছিল। রাশিয়া আমাদের পাশে দাঁড়িয়েছিল, ভারত পাশে দাঁড়িয়েছিল।

আইএইচআর/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।