ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ


প্রকাশিত: ০২:৩৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৪

আগামী বুধবার থেকে জেঁকে বসতে শুরু করবে শীত। হিম‍ালয় ছুঁয়ে ছুটে আসা উত্তুরে হাওয়ায় ভর করে ধেয়ে আসবে শৈত্যপ্রবাহ।

এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে টানা দশ দিন। ঢাকার তাপমাত্রা নেমে যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। দেশের অন্যান্য স্থানে আরো কমে যাবে তাপমাত্রা। অ্যাকুওয়েদার ও দ্য ওয়েদার নেটওয়ার্কের মতো আবহাওয়া ওয়েবসাইটগুলোর পূর্বাভাস অন্তত এমনই বলছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, সোমবারও দেশের বিভিন্ন এলাকা মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গলবার থেকে কুয়াশা কমে আকাশ পরিষ্কার হয়ে আসবে। তিনি এও বলেন, এ সময় সারাদেশে আবহাওয়া মূলত অপরিবর্তিত থাকবে। তবে রাতে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।