বাকলিয়ায় দুই ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৮ এএম, ২১ নভেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় শেলী চৌধুরী (৫৪) নামে এক নারীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলো- মো. রানা (২২) মো. মনির (২২)। গ্রেফতার রানা বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন পশ্চিম রতনপুর গ্রামের মো. শহীদুল ইসলামের ছেলে এবং মনির ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন উদয়পুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তারা বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন।

ওসি আফতাব হোসেন বলেন, সোমবার (২০ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় মেহেদী হাসান (২০) নামে আরেক ছিনতাইকারী পালিয়ে যায়।

তিনি বলেন, ভিকটিমের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।