ডিবি কার্যালয়ে শিশুশিল্পী লুবাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২১ নভেম্বর ২০২৩

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে গেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে পৌঁছায় লুবাবা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। লুবাবা এসেছে, হয়তো আরও কিছু তথ্য দেবে।

আরও পড়ুন>> তানজিন তিশার অভিযোগ পেয়েছি, লুবাবার অভিযোগকারী আটক

এর আগেও অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যায় এই শিশুশিল্পী। সেসময় ডিবি প্রধান বলেন, শিশুশিল্পী সিমরিন লুবাবাকে ফেসবুকে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়েছে এবং ভিডিও পোস্ট করেছে। লুবাবাও লিখিতভাবে অভিযোগ করেছে। লুবাবা যার বিরুদ্ধে অভিযোগ করেছিল তাকে আমরা নিয়ে এসেছি।

টিটি/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।