ফকিরাপুলে উচ্চমাত্রার বিস্ফোরকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২১ নভেম্বর ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর ফকিরাপুলের কালভার্ট রোড এলাকার একটি বাড়ি থেকে উচ্চমাত্রার বিপুল পরিমাণ বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুই নাশকতাকারী ফকিরাপুলের ওই বাসায় উচ্চমাত্রার বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিলেন।

এ বিষয়ে বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

টিটি/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।