প্রার্থীদের ভিড় নেই ডিসি কার্যালয়ে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রি। ঢাকা জেলার ৫টি আসনের মনোনয়ন ফরম ও দাখিলের জন্য রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলার প্রশাসক। মঙ্গলবার (২৮ নভেম্বর) পর্যন্ত ঢাকা জেলার এ ৫টি আসনে ৩৯ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৯ নভেম্বর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নেই প্রার্থীদের দেখা। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত মাত্র ১ জন প্রার্থী মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, সকাল থেকে মাত্র ১ জন প্রার্থী এসে মনোনয়ন ফরম নিয়েছেন। বাংলাদেশ কংগ্রেস দল থেকে ঢাকা-১৯ আসনে মিলন কুমার মনোনয়ন নিয়েছেন।
তিনি বলেন, প্রার্থীরা তাদের অনুসারীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে বেশি জমা দিচ্ছেন। পুরান ঢাকায় যানজটের কারণে অনেকে আসতে চায় না। অনেক প্রার্থী এখান থেকে মনোনয়ন ফরম নিয়েছেন, কিন্ত জমা দিয়েছেন তাদের উপজেলা রিটার্নিং অফিসারের কাছে। সাভার, ধামরাইয়ের প্রার্থীরা তাদের উপজেলা নির্বাচন অফিসে জমা দিচ্ছেন।

এদিকে প্রার্থীদের ভিড় জমেছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। সেখানে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম দাখিল করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম।
আরএএস/এমআইএইচএস/জিকেএস