কপ২৮ সম্মেলন

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তহবিল বাড়ানোর তাগিদ

ইসমাইল হোসাইন রাসেল
ইসমাইল হোসাইন রাসেল ইসমাইল হোসাইন রাসেল দুবাই থেকে
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৩

দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্রতম এবং সবচেয়ে দুর্বল দেশগুলোকে উদ্ধার ও পুনর্বাসনে অর্থের ব্যবস্থা করার তাগিদ রয়েছে এবারের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ২৮)। গত জলবায়ু সম্মেলনে দেশগুলো একটি তহবিলের গঠনের ব্যাপারে সম্মত হলেও ধনী দেশগুলো এখনো তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দেয়নি। এবার সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা না গেলে বিপর্যয় দেখা দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে বিভিন্ন দেশ ও রাজ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি সংখ্যায় জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ নিচ্ছে। এটি অব্যাহত রাখতে পারলে তাপমাত্রা এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখা যাবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ২৮) ২০২৩ সালের বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ বিষয়ক সংস্করণে এ কথা বলা হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রেক্ষাপটে জলবায়ু সহনশীল পরিবেশের জন্য পরামর্শগুলো অনুসরণ করা প্রয়োজন বলে এতে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা সাইমন ইমানুয়েল কারভিন স্টিয়েল বলেছেন, জলবায়ু বিষয়ক সচেতনতা সর্বত্র ত্বরান্বিত করা প্রয়োজন। এক্ষেত্রে জ্বালানি এবং পরিবহন থেকে নির্গত ধোয়া থেকে যে দূষণ তা রোধ করা জরুরি। এটিকে এমন একটি ব্যবস্থায় নিতে হবে যা প্রকৃতির সঙ্গে সহনশীল। সব অংশীজনের মধ্যে বৃহত্তর সহযোগিতা আমাদের যৌথ জলবায়ু পরিবর্তন বিষয়ক সঙ্কট কাটানোর একটি সুযোগ।

বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ বিষয়ক সংস্করণ একটি প্ল্যাটফর্ম, যা সারা বিশ্বে জলবায়ু বিষয়ক কাজে নজর রাখে। ২০২২ সালের জলবায়ু সম্মেলনে প্রতিবেদন অনুযায়ী, বাৎসরিক জলবায়ু সংক্রান্ত পরিকল্পনায় নিবন্ধিত ৩২ হাজার অংশীজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তহবিল বাড়ানোর তাগিদ

দেশগুলো প্যারিস চুক্তিতে এই তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের ওপরে এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে সম্মত হয়েছে। এবারের সম্মেলনে সেটি কতটা বায়স্তবায়ন সম্ভব হয়েছে সেটি দেশগুলোর নেতৃবৃন্দ পর্যালোচনা করবেন। পর্যালোচনা শেষে তারা সিদ্ধান্ত নেবেন। তবে এখনই যদি না জরুরি এবং কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তাহলে গ্রিনহাউস গ্যাস নির্গমণ ক্রমাগত বৃদ্ধি পেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

এবারের আলোচনার বিষয়বস্তুতে বলা হয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে করণীয়, জলবায়ু বিষয়ক কর্মকাণ্ড বিদ্যমান তবে সেটি আরও বাড়ানো দরকার এবং অংশীজনদের জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড নিশ্চিত করা।

সম্মেলনে ভবিষ্যত প্রেসিডেন্সি যে বার্তাগুলো এবং সংকেতগুলো দেবেন তা গুরুত্বপূর্ণ। তারা জরুরি পদক্ষেপের প্রয়োজনীয়তার কথা বলবেন এবং পৃথিবীকে একটি নতুন ডিকার্বনাইজড বিশ্বে রূপান্তরের কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্ব দেবেন।

সম্মেলনে জাতিসংঘের কৃষি উন্নয়নে বৈশ্বিক তহবিল সংগ্রহ বিষয়ক কর্মকর্তা পাবলো ফ্রিরি জাগো নিউজকে বলেন, সব সম্মেলনেই নতুন নতুন চুক্তি হয়। তবে সেটি বাস্তবায়ন কতটা হবে সেটি নির্ভর করে অংশীজনদের ওপর। আমাদের সেই এজেন্ডাগুলো নিয়ে আলোচনা করতে হবে, যেগুলো দ্রুত কার্যকর করা প্রয়োজন। আমরা জানি তাপমাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে। জলবায়ুর এই পরিবর্তনে আমরা অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। আমরা আমাদের নিজ নিজ সরকারকে বলছি অন্য দেশের সরকারগুলোর সঙ্গে যৌথভাবে এ সমস্যাগুলো সমাধানে কাজ করতে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তায় অন্যদের এগিয়ে আসা প্রয়োজন।

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে তহবিল বাড়ানোর তাগিদ

সমষ্টিগত জলবায়ু কর্মকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ২৮। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) থেকে তেলের অন্যতম বড় উৎপাদক দেশ দুবাইয়ে শুরু হওয়া জলবায়ু সম্মেলন চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত৷

কপ-২৮ এর সভাপতি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় তেল কোম্পানি অ্যাডনকের প্রধান নির্বাহী সুলতান আল-জাবেরকে। এবারের সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটেনের রাজা চার্লস অংশ নেবেন। সারাবিশ্বের ১৬০টিরও বেশি দেশের নেতারা দুবাইতে আসছেন, কারণ জলবায়ু সঙ্কট মোকাবেলায় কেবলমাত্র দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতাই সমস্যা সমাধান করতে পারে।

সুলতান আল-জাবের বলেন, আমাদের নষ্ট করার মতো সময় নেই। (ক্ষতিকর কার্বন) নির্গমন কমাতে আমাদের এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে। বিশ্বব্যাপী স্টকটেকের প্রতিক্রিয়া হিসেবে যেকোনো সিদ্ধান্ত নিতে আমাদের প্রস্তুত থাকতে হবে। যা মানুষ, জীবন এবং জীবিকা রক্ষা করায় ভূমিকা রাখবে।

আইএইচআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।