বাসে আগুন দিতে গিয়ে আটক হলেন ছাত্রদলের ৩ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০১:৫১ এএম, ০৪ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহে বাসে অগ্নিসংযোগের সময় পেট্রল বোমাসহ ছাত্রদলের তিন নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলার সাহেব কাচারী বাজার এলাকার রাঘরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মহানগরীর বাঘমারা এলাকার সুমন চন্দ্র দেবনাথ (৩০), চর গোবদিয়া এলাকার খাইরুল (৩০), ও বাদেকল্পা এলাকার আক্রাম হোসেন (২৪)।

খোঁজ নিয়ে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের সদর উপজেলার সাহেব কাচারী বাজার এলাকার রাঘরপুর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। মিছিল থেকে বাসে আগুন দেওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে পেট্রল বোমাসহ তিন ছাত্রদল নেতাকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জাগো নিউজকে বলেন, আটক ছাত্রদল নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।