ঢাকার চার আসনে মনোনয়ন বাতিল হলো ২০ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪১ এএম, ০৪ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া। এরই মধ্যে ঘোষণা হয়েছে ঢাকা ৬ আসনের বৈধ ও অবৈধ মনোনয়ন প্রার্থীদের তালিকা। ঢাকা ৬ আসন থেকে দাখিলকৃত ১১টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ২ জন।

সোমবার (৪ ডিসেম্বর) সেগুনবাগিচার রিটার্নিং অফিসের কার্যালয়ের সম্মেলন কক্ষে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। বাদ পড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন, ফারহানা সাইফ এবং কাগজ অস্পূর্ণতার কারণে হানিফ মৃধা।

jagonews24

ঢাকা-৪ আসনে বাদ পড়লেন চার প্রার্থী

ঢাকা ৪ আসন থেকে দাখিলকৃত ১৪টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৪ জন। বাদ পড়ে যাওয়াদের মধ্যে রয়েছেন, প্রতিষ্ঠান ঋণ খেলাপির দায়ে মোশাররফ হোসেন, ঋণ খেলাপির দায়ে মো. আলম বতিল, সমর্থন সূচকের জন্য বাতিল আওলাদ হোসেন এবং ঋণ খেলাফির জন্য বাতিল কবির হোসেন।

ঢাকা-৫ আসনে বাদ পড়লেন ৯ প্রার্থী

ঢাকা ৫ আসন থেকে দাখিলকৃত ২২টি মনোনয়ন থেকে বিভিন্ন কারণে বাদ পড়েছেন ৯ জন প্রার্থী। বৈধ হিসেবে বিবেচিত হয়েছে ১০ প্রার্থী। এছাড়া ৩ জনের মনোনয়নে কিছু অসংগতি থাকার কারণে দুই ঘণ্টার জন্য সময় দেওয়া হয়েছে।

jagonews24

বাদ পড়ে যাওয়াদের মাঝে রয়েছেন, ঋণ খেলাফির কারণে বাতিল এস এম লিটন, হলফ নামা ও রিটার্ন না জমা দেওয়ার কারণে বাতিল জাকির হোসেন। এছাড়া মওদুদ আহমেদ, সাইফুল আলম এস এম আরিফুল ইসলাম, মজিবুর রহমান, গিয়াস উদ্দিন, সারোয়ার খান ও মমিন মোল্লা।

ঢাকা-৭ আসনে বাদ পড়লেন ৫ প্রার্থী

এদের মধ্যে রয়েছেন- হলফ নামায় সই না থাকায় জাসদের হা‌জী মো. ই‌দ্রিস, আয়-ব্যায়ের বিবর‌ণী অসম্পূর্ণ থাকার কারণে নুরজাহান বেগম, ঋণ খেলাপির দায়ে সৈয়দ নুরুন নাহার, কাউন্সিলর পদ থেকে পদত্যাগ না করা, ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটারের সমর্থন না থাকায় মো. আসলাম এবং বি‌বিধ কারণের দা‌য়ে মোহাম্মদ হা‌সিবুর রহমান।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ হয়েছিল গত ৩০ নভেম্বর। সেখানে ৩০ রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ২৭১৩ জন মনোনয়ন পত্র জমা দেয়।

এএএম/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।