চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৪ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা থেকে রোববার দিনগত রাত ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো টিপছোরা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ির মৃত শামসুর রহমানের ছেলে মো. বাদশাহ (৩১), সাতকানিয়া থানাধীন দেওদিঘী আমির হোসেন মেম্বার বাড়ির নজির আহমদের ছেলে মো. সাহেদ (২৩), কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মো. করিম (২২), একই থানার পিএম খালী গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. রুবেল (২৮) এবং তিন শিশু রয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাসমান হিসেবে বসবাস করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক জাগো নিউজকে বলেন, পুরাতন রেলস্টেশন এলাকার গ্রামীণ মাঠের কাছে অন্ধকারাচ্ছন্ন এলাকায় চক্রের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো ছোরা জব্দ করা হয়।

তিনি জানান, গ্রেফতাতাদের বিরুদ্ধে দস্যুতার প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হয়।

ইকবাল হোসেন/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।