চট্টগ্রামে বাল্যবিয়ে ঠেকালেন ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:৩০ এএম, ০৫ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রামের ফটিকছড়িতে এক বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম। এসময় বাল্যবিয়ের ঘটনায় জড়িত থাকায় মেয়ের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম বলেন, সোমবার বিকেলে দাঁতামারা ইউনিয়নের মুসলিমপুরে বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় জন্ম নিবন্ধন অনুযায়ী মেয়ের বয়স ১৮ বছরের কম হওয়ায় এবং বিষয়টি মেয়ের মা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে মুচলেকা দেয় পরিবার।

জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা হয় বলে জানান এ উপজেলা সহকারী কমিশনার।

ইকবাল হোসেন/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।