বিশ্বের পাঁচ শহরের বায়ু আজ ‘খুবই অস্বাস্থ্যকর’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে আজও উঠে এসেছে রাজধানী ঢাকা। রাজধানী ঢাকাসহ বিশ্বের পাঁচটি শহরের বাতাসের মান একই পর্যায়ে রয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৮৬। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এই শহরের স্কোর ২৬৯ এর অর্থ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

আরও পড়ুন> দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ কেন এত বেশি? 

তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। এই শহরটির স্কোর ২৪০ অর্থাৎ খুবই অস্বাস্থ্যকর মুম্বাইয়ের বাতাসের মানও।

চতুর্থ নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন> দেশে অকাল মৃত্যুর ২০ শতাংশেরই কারণ বায়ুদূষণ: বিশ্বব্যাংক 

এরপর রয়েছে ভারতের আরেক শহর দিল্লি এবং এই শহরের বাতাসও রয়েছে খুবই অস্বাস্থ্যকর পরিস্থিতিতে।

বায়ুদূষণের মান নির্ণয়ে বিশ্বের একশ শহরের নামের তালিকা প্রকাশ করে থাকে আইকিউএয়ার।

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।