ইসরাইলি স্টাইলে আদিবাসিদের নির্যাতন করা হচ্ছে : ড. মিজান
বাংলাদেশের আদিবাসিদের উপর ইসরাইলি স্টাইলে নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ইউনিভার্সাল পিরিঅডিক রিভিউয়ের (ইউপিআর) সুপারিশ সমূহ বাস্তবায়ন অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি শীর্ষক ‘অধিবাসি প্রেক্ষিত’ এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ইসরাইল যেভাবে যেরুজালেমের ওপর অত্যাচার নির্যাতন মূলক নিয়ম নীতি অব্যহত রেখেছে ঠিক একই নিয়মে বাংলাদেশের আধিবাসিদের ওপর নির্যাতন চালানো হচ্ছে।
ড. মিজান বলেন, যদি আধিবাসিদের হৃদয়ের রক্তক্ষরণ ও সুরব সম্পর্ক রক্ষা করা না হয় তাহলে তারা নির্মূল হয়ে যাবে।