ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন বিশিষ্ট নাগরিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০১ আগস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে ছয় সমন্বয়কের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটায় মানববন্ধন করবেন বিশিষ্ট নাগরিকরা।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট অচলাবস্থা নিরসনের দাবিতে’ সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সুজনের সদস্য সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মঙ্গলবার আমরা বলেছিলাম ২৪ ঘণ্টার মধ্যে সমন্বয়কদের না ছাড়লে আমরা কর্মসূচি দেবো। আজকে আমরা আড়াইটার সময় ডিবি কার্যলয়ের সমানে মানববন্ধন করবো।

তিনি বলেন, ‘আমরা একটু সময় নিয়েছি। কারণ আমরা ভেবেছিলাম অন্য প্রক্রিয়ায় হয়তো ছাড়ানো যেতে পারে। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখলাম নিরাপত্তার নামে ছয়জন সমন্বয়ককে আটকে রাখা হয়েছে। নিরাপত্তা যদি দিতেই হয়, তাহলে বাসায় রেখে নিরাপত্তা দেওয়া হোক। আপনি নিরাপদ বোধ করবেন আপনার মা-বাবার কাছে।’

এমএএস/এসআইটি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।