ঢাকা ও গাজীপুর সেনা ক্যাম্পে যোগাযোগের পরিবর্তিত নম্বর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ আগস্ট ২০২৪

গাজীপুর ও ঢাকা মহানগরের কিছু সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে পরিবর্তিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরগুলোর মধ্যে শুধুমাত্র গাজীপুর ও ঢাকা মহানগরের কিছু সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন হয়েছে। এসব এলাকার জনসাধারণকে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা বিভাগ

গাজীপুর ০১৭৮৫-৩৪৯৮৪২

ঢাকা মহানগর
মতিঝিল ০১৭৬৯০৯২৪৬৪; সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন ০১৭৬৯০৯৫৪১৯; রাজারবাগ, পল্টন, গুলিস্তান ১৭৬৩৯৩৯৮৫৭; পুরান ঢাকা ০১৭৬৯০৯৩২৬৬, বংশাল ঢাকা ০১৭৬৯০৯৩২৭০; ডেমরা, যাত্রাবাড়ী ০১৭৬৯০৯৫২০৪, ০১৭৬৯০৯৫২০৫।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।