ক্ষমতার কেন্দ্রে থেকেও সাধারণ জীবনযাপন করেছেন ড. ওয়াজেদ মিয়া
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একজন মানুষ কতটা সহজ সরল ও সঠিক আর্দশ নিয়ে জীবন যাপন করতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন ড. ওয়াজেদ মিয়া। তিনি ক্ষমতার কেন্দ্রে থেকেও এতো সহজ সরল জীবনযাপন করেছেন যার দৃষ্টান্ত বাংলাদেশে বিরল।
সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। ড. ওয়াজেদ মিয়া এ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
উপাচার্য বলেন, ড. ওয়াজেদ মিয়া শুধু নিজেই যে সহজ সরল জীবনযাপন করেছেন তা নয়। নিজের পরিবারকেও তিনি এ পথে চলতে শিক্ষা দিয়েছেন। যার উদাহরণ সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। তরুণ প্রজন্মকে সত্যনিষ্ঠা, আদর্শবান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ওয়াজেদ মিয়া সব সময় কাজ করেছেন।
এসময় মৌলবাদ ও জঙ্গিবাদীগোষ্ঠীকে প্রতিহত করে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি বলেন, বঙ্গবন্ধুর আর্দশ নিয়ে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রমুখ।
এমএইচ/একে/পিআর