পাবনায় নিরাপত্তা জোরদার : রাস্তায় রাস্তায় তল্লাশি
জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে পাবনা ও সাঁথিয়াসহ জেলার সব জায়গায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাবনা-রাজশাহী এবং পাবনা-ঢাকাসহ সব মহ্সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুরুত্বপূর্ণ সড়কে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরনের যানবাহনে তল্লাসি চালাচ্ছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান খান জানান, যদি আজ রাতেই রায় কার্যকর হয় এবং এই বিষয়টিকে কন্দ্রে করে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো পরিবেশ নস্যাৎ করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরো জানান, নিজামীর দাফন যদি তার নিজ এলাকাতে করা হয় তাহলে সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের নাশকতা করার বা বিশৃঙ্খখলা করার চেষ্টা প্রতিরোধ করা হবে।
এদিকে মঙ্গলবার রাতে রায় কার্যকর হচ্ছে-এমন খবর শোনার পরপরই পাবনা ও সাঁথিয়াসহ পুরো জেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।
সাঁথিয়ায় জামায়াতের কোনো কোনো নেতা-কর্মীকে প্রকাশ্যে দেখা যায়নি। কেউ কোনো মন্তব্যও করেনি। তবে মুক্তিযোদ্ধা ও নিজামীর বিরুদ্ধে দায়ের করা মামলার অন্যতম স্বাক্ষী এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জহুরুল হক, স্বাক্ষী তোফাজ্জল হোসেন মাস্টার, আওয়ামী লীগ নেতা হাসান আলী, রবিউল করিম হিরু প্রমুখ রায় কার্যকরকে স্বাগত জানান।
সাক্ষী জহুরুল হক বলেন, একাত্তরে সাঁথিয়ার রুপসী-বাউশগাড়ি, ধুলাউড়ি, করমজা, শহীদ নগরসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনী রাজাকার আর বদর আল শামস এর সহায়তায় শত শত মানুষকে হত্যা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, লুটপাট চালায়। পাক বাহিনীর বহু নারীকে ধর্ষণে তিনি সহায়তা করেন।
তিনি নিজামীর দণ্ডের রায় বহাল রাখার প্রতিক্রিয়ায় সন্তষ্টি প্রকাশ করে বলেন, তিনি অনেক হুমকি ধামকি উপেক্ষা করেও মামলার কার্যক্রমে জড়িত ছিলেন। মামলার অপর সাক্ষী তোফাজ্জল হোসেন মাস্টারও একইভাবে উচ্ছাস প্রকাশ করেন।
এদিকে নিজামীকে তার নিজ জন্মভূমি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মন্মথপুর গ্রামের গোরস্থানে দাফন করা হবে বলে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
গ্রামবাসী জানান, এই গোরস্থানে নিজামীর বাবা এবং মাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্যের কবর রয়েছে।
পাবনার অতিরিক্ত পুালশ সুপার মিসদ্দিকুর রহমানও একইভাবে ইঙ্গিত দিয়ে বলেন, যদি নিজামীর দাফন তার নিজ এলাকাতে করা হয় তাহলে সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
আকতার/এমএএস/এবিএস