ছাত্র আন্দোলনে অর্থদাতা

সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর মনির হাওলাদার গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রুজু করা মামলায় সাবেক সিটি মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহচর ও আন্দোলন দমনে অর্থদাতা মনির হোসেন হাওলাদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গ্রেফতার মনির হোসেন নিউমার্কেট থানার চাঁদনী চক বিজনেস ফোরাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সিটি মেয়র তাপসের ঘনিষ্ঠ সহচর ছিলেন। মনির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শত শত শিক্ষার্থী-জনতা নিউমার্কেট থানার মিরপুর রোডের ঢাকা কলেজের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। তাদের অতর্কিত হামলায় ঢাকা কলেজের ছাত্র শামীমসহ বেশ কয়েকজন ছাত্র-জনতা ও পথচারী গুরুতর আহত হন। এ ঘটনায় ঢাকা কলেজের ছাত্র মুহাম্মদ শামীম বাদী হয়ে গত ২৪ নভেম্বর নিউমার্কেট থানায় একটি মামলা রুজু করেন।

তিনি আরও বলেন, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মনির হোসেন হাওলাদারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে মামলার ওই ঘটনায় মনির হোসেনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

মনির হোসেন হাওলাদারকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।