শনিবার গাজীপুরে হরতাল, সারাদেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৪

খালেদা জিয়ার সমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে গাজীপুরে শনিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। এ ছাড়া ওই দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ২০ দলীয় জোট।

গাজীপুরে বিএনপির পূর্বনির্ধারিত জনসভাস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিশদলীয় জোটের সিনিয়র নেতাদের সঙ্গে শুক্রবার রাতে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৈঠক শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জেলায় শনিবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

রাজধানীর গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে এ বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, গাজীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্ধারিত সমাবেশ ছিল ২৭ ডিসেম্বর। কিন্তু জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন ১৪৪ ধারা জারি করে তা বানচাল করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, অনৈতিক ও অবৈধ এ সরকার ছাত্রলীগকে ব্যবহার করে সমাবেশ বানচালের জন্য বেআইনিভাবে রাতের বেলায় গুলি চালায় এবং পুলিশের ছত্রছায়ায় সভাস্থল দখলে নেয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।