পাইপে শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় রেলওয়ে কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর শাহজানপুর রেলওয়ে কলোনির পরিত্যাক্ত কূপে শিশু পড়ে যাওয়ার ঘটনায় প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠনটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
বরখাস্ত কর্মকর্তা হলেন- রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউস। চার বছরের শিশু জিহাদ পাইপে পড়ে যাওয়ার ঘটনার পর শুক্রবার রাত দশটার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
রেলপথ মন্ত্রী মজিবুল হকের ব্যক্তিগত সহকারি মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।