হারিয়ে যাওয়া ১০৬ মোবাইলফোন মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৫

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৬টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি ও হাতিরঝিল থানা ৪১টি মোবাইল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের উপস্থিতিতে উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক জানুয়ারি মাসে মোট ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া ১০৬ মোবাইলফোন মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

উদ্ধার করা মোবাইলফোনগুলোর বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। বিভিন্ন কারণে মোবাইল হারিয়ে যাওয়ার ঘটনায় মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত এক মাসে মোবাইলগুলো উদ্ধার করা হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, জানুয়ারির প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত থানা (তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা) নিয়ে দুটি মোবাইল উদ্ধার টিম গঠন করে এক মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। তেজগাঁও শিল্পাঞ্চল জোনের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল উদ্ধার টিমের সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফলশ্রুতিতে গত মাসে ১০৬টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়।

হারিয়ে যাওয়া ১০৬ মোবাইলফোন মালিকদের বুঝিয়ে দিল পুলিশ

এসময় উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, আমাদের মোবাইল উদ্ধার কার্যক্রম আরও ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই মোবাইল উদ্ধার টিম গঠন করে হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট দ্রুততম সময়ে ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি জনসাধারণকে আরও সচেতনভাবে মোবাইল ব্যবহার ও সংরক্ষণের জন্য দিক-নির্দেশনা দেন।

হারিয়ে যাওয়া মোবাইল সেটগুলো দ্রুত ফিরে পেয়ে উচ্ছ্বসিত মালিকরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

টিটি/এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।