সরকারবিরোধী অপপ্রচার, লিফলেটসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকারবিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. নজরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও শিপন (২০)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে ১৪১/এ ভবনের নিচতলায় ‘উদয়ন প্রিন্টার্স’ নামক একটি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে মতিঝিল থানার একটি টিম।

অভিযানে সরকারবিরোধী অপপ্রচারের ৪০০০ পিস লিফলেট এবং লিফলেট তৈরির সিলভার রঙের টিনের চারটি প্লেট (ছাঁচ) উদ্ধার করা হয়। এ সময় লিফলেট প্রিন্টিং ও প্রচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরুল, জাহাঙ্গীর ও শিপনকে গ্রেফতার করা হয়।

লিফলেটগুলোতে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচার ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বান সংবলিত লেখা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

টিটি/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।