চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকন

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী ফরহাদুল আলম রোকনকে (২৫) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটে। আটক ফরহাদুল আলম রোকন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার বিদেশ থেকে দেশে ফেরেন তিনি। ৫ বছর আগে সংযুক্ত আরব আমিরাত পাড়ি দিয়েছিলেন।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, ফরহাদুল আলম রোকন আরব আমিরাতে থেকে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেন। পরে পুলিশে সোপর্দ করা হলে তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

বোয়ালখালী থানার এএসআই ছোটন দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।