আম, লিচু, কাঁঠালের গন্ধে মাতোয়ারা কারওয়ানবাজার
চোখে লাগার মতো রঙ, মন জুড়ানো গন্ধ-কারওয়ানবাজারে ঢুকলেই বোঝা যায় গ্রীষ্ম এসে গেছে পুরো দাপটে। বাজার জুড়ে এখন মৌসুমি ফলের রাজত্ব। দেশের নানা প্রান্ত থেকে আসা নানা জাতের ফল ঠাঁই পেয়েছে রাজধানীর অন্যতম ব্যস্ত এই বাজারটিতে। ছবি: মাহবুব আলম
-
প্রতিদিন ভোর থেকেই পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে কাওরানবাজার। পসরা সাজিয়ে বসেছেন ফল বিক্রেতারা। বাহারি ফলের রঙে যেমন চোখ জুড়ায়, তেমনি দাম শুনে অনেকের মুখে চিন্তার ভাঁজও পড়ে।
-
সবচেয়ে বেশি নজর কাড়ছে আম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসা আমের মধ্যে সাতক্ষীরার হিমসাগর, গোপাল ভোগ ও ল্যাংড়া জাতের আমের চাহিদা বেশি। প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
-
লিচুপ্রেমীদের জন্যও সুখবর আছে। বাজারে উঠেছে মৌসুমি লিচু। ১০০টা লিচু বিক্রি হচ্ছে ৩৫০ টাকা পর্যন্ত।
-
আকার, জাত ও স্বাদের ভিন্নতায় দামের তারতম্য রয়েছে।
-
জাম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে। কচকচে রঙের এই ফলে এখন ভরপুর বাজার।
-
শুধু আম-লিচুই নয়, রয়েছে আনারস ও কাঁঠালের বাহার। টাটকা আনারস বিক্রি হচ্ছে ৩০ টাকা পিস দরে।
-
বাজারের কিছু দোকানে দেখা গেছে তালও। প্রতিপিস তাল বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা দরে।
-
এই গ্রীষ্মে পুষ্টি ও স্বাদের সংমিশ্রণ খুঁজতে চাইলে কাওরানবাজার হতে পারে আপনার পছন্দের গন্তব্য। তবে ফল কেনার সময় সতর্ক থাকুন, যেন ফরমালিন বা অন্য কোনো কেমিক্যালযুক্ত ফল হাতে না পড়ে।