উইন্টার লুকে আকর্ষণীয় তটিনী
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:২৪ পিএম, ১১ জানুয়ারি ২০২৫
এসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। নাটক ও বিজ্ঞাপনে অভিনয় আর মিষ্টি হাসি জয় করে নিয়েছেন দর্শকদের মন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ফ্যাশনের বিষয়ে বেশ সচেতন তটিনী।
-
সম্প্রতি শীতের পোশাকে স্নিগ্ধ রূপে ধরা দিয়েছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।
-
সাদা কুর্তির ওপর সবুজ কার্ডিগান আর মিনিমাল সাজে অপরূপ লাগছে তাকে।
-
লাল মিডি ড্রেসের ওপর ধূসর-লাল রঙের সোয়েটারে বেশ স্টাইলিশ লাগছে অভিনেত্রীকে।
-
সাদা জামার সঙ্গে বেইজ রঙের ক্রপ ফ্রেঞ্চ কোটের সঙ্গে অভিনেত্রী বেছে নিয়েছেন উলের স্টাইলিশ টুপি।