এবার সুইসাইডের খবরে আলোচনায় পরীমণি
সোশ্যাল মিডিয়ায় পরীমণিকে নিয়ে গুজব ছড়ানো নতুন কিছুই নয়। তবে এবারের গুজবটি একটু আলাদা। পরীমণি নাকি আত্মহত্যা করেছেন, মরদেহ নাকি উদ্ধারও হয়েছে! মুহূর্তেই এই গুজবে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অনেকেই হতবাক, কেউ কেউ আবার শোকও প্রকাশ করেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই গুজবে জল ঢেলে দেন নায়িকা নিজেই। লাইভে এসে বলেন আমি বেঁচে আছি। এই ঘটনায় ফের আলোচনায় উঠে এলেন পরী। ছবি: নায়িকার ফেসবুক থেকে
-
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে পরিচয়। এক সময়ের পর্দা কাঁপানো গ্ল্যামারাস পরীমণি এখন শুধুই নায়িকা নন, তিনি একজন মা।
-
কাজের পাশাপাশি দুই সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটে পরীর।
-
২০১৫ সালে রঙিন দুনিয়ায় যাত্রা শুরু করেন লাস্যময়ী এই নায়িকা।
-
পরী বাণিজ্যিক ঘরানার গ্ল্যামারাস চরিত্রে যেমন স্বাচ্ছন্দ্য, তেমনি গল্পনির্ভর বা ভিন্নধর্মী ছবিতেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।
-
তবে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় বেশি থাকেন এই নায়িকা।
-
সুন্দরী এই অভিনেত্রী তার জীবনে নানা উত্থান-পতন দেখেছেন, কিন্তু কখনো থেমে যাননি।