স্লিভলেস ব্লাউজের সাহসী স্টাইল, তারা জানেন কীভাবে নজর কাড়তে হয়

প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৬ জুন ২০২৫ আপডেট: ০৯:২৮ এএম, ০৬ জুন ২০২৫

শাড়ির ফ্যাশনে এখন ব্লাউজ যেন হয়ে উঠেছে আলাদা স্টেটমেন্ট পিস। একটিমাত্র নকশাদার ব্লাউজই পুরো লুককে দিতে পারে দুর্দান্ত এক মোড়। এই ধারায় জনপ্রিয় হয়ে উঠেছে স্লিভলেস বা হাতাকাটা ব্লাউজ, যার বৈচিত্র্য আর স্টাইলিং দিয়ে ফ্যাশনপ্রিয় তারকারা নিজেদের লুককে করে তুলছেন আরও দৃষ্টিনন্দন। তারকাদের ইনস্টাগ্রাম ঘাঁটলেই মিলছে এমন নজরকাড়া সব ফ্যাশন মুহূর্ত, যেখানে স্লিভলেস ব্লাউজ হয়ে উঠেছে সাজের কেন্দ্রবিন্দু। ছবি: তারকাদের ফেসবুক থেকে