স্লিভলেস ব্লাউজের সাহসী স্টাইল, তারা জানেন কীভাবে নজর কাড়তে হয়
শাড়ির ফ্যাশনে এখন ব্লাউজ যেন হয়ে উঠেছে আলাদা স্টেটমেন্ট পিস। একটিমাত্র নকশাদার ব্লাউজই পুরো লুককে দিতে পারে দুর্দান্ত এক মোড়। এই ধারায় জনপ্রিয় হয়ে উঠেছে স্লিভলেস বা হাতাকাটা ব্লাউজ, যার বৈচিত্র্য আর স্টাইলিং দিয়ে ফ্যাশনপ্রিয় তারকারা নিজেদের লুককে করে তুলছেন আরও দৃষ্টিনন্দন। তারকাদের ইনস্টাগ্রাম ঘাঁটলেই মিলছে এমন নজরকাড়া সব ফ্যাশন মুহূর্ত, যেখানে স্লিভলেস ব্লাউজ হয়ে উঠেছে সাজের কেন্দ্রবিন্দু। ছবি: তারকাদের ফেসবুক থেকে
-
স্লিভলেস সাদা ব্লাউজের সঙ্গে সাদাকালো শাড়িতে অপরূপ অভিনেত্রী জয়া আহসান।
-
সাধারণ একখানা সুতি শাড়িও হয়ে উঠতে পারে অসাধারণ, যদি সঙ্গে থাকে ইউনিক ব্লাউজ। সাদা রঙের কুরুশকাঁটা হলটার নেক ব্লাউজের লুকে অপরূপ লাগছে লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমকে। বিশেষ করে সবার নজর কেড়েছে ব্লাউজের নিচের অংশে রঙিন বিডসের কারুকাজ।
-
একরঙা সাদা হলটার ডিপনেক ব্লাউজের সঙ্গে সাদা ফ্লোরাল শাড়িতে অপরূপ লাগছে মিমকে।
-
লাল-সাদা প্রিন্টের শাড়ির সঙ্গে মানানসই লাল স্লিভলেস ব্লাউজে হাস্যোজ্জ্বল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
-
লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে মানানসই লাল জামদানিতে সেজেছেন অভিনেত্রী ভাবনা।
-
বাহারি রঙের শাড়ির সঙ্গে আরামদায়ক ফেব্রিকের মনোক্রোম সাদা স্লিভলেস ব্লাউজে নজরকাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
-
স্লিভলেস ব্লাউজের সঙ্গে হলুদ রঙা শাড়িতে বেশ মায়াবী লাগছে অভিনেত্রী সাদিয়া আয়মানকে।