নির্মল অভিনয়ে মুগ্ধতা ছড়ানো এক নাম দিলারা জামান
সাদাসিধে উপস্থিতি, অনবদ্য সংলাপপ্রয়োগ আর চরিত্রে মিশে যাওয়ার বিরল ক্ষমতার অধিকারী দিলারা জামান যেন এক জীবন্ত অভিনয়বিদ্যালয়। বাংলা নাটক ও সিনেমার জগতে মা, শিক্ষক কিংবা আত্মিক নারী চরিত্রের প্রতিচ্ছবিতে যিনি বারবার হৃদয় ছুঁয়েছেন দর্শকের। সংযত অথচ শক্তিশালী অভিনয়ের মাধ্যমে গড়ে তুলেছেন এক অনন্য অবস্থান। আজ সেই অনবদ্য শিল্পীর জন্মদিন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৪৩ সালের এইদিনে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্ম তার। ১৯৪৭ সালে ভারত বিভাগের পর তার পরিবার যশোরে চলে আসেন। তিনি ঢাকার বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইডেন মহিলা কলেজে পড়াশুনা করেন।
-
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ফখরুজ্জামান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী দিলার জামান।
-
১৯৬৬ সালে ত্রিধরা নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিনয় যাত্রা শুরু। নাটকের পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন।
-
১৯৯০ এর দশকে তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা (১৯৯৩) এবং আগুনের পরশমণি (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করেন।
-
তিনি ব্যাচেলর (২০০৪), মেড ইন বাংলাদেশ (২০০৭), চন্দ্রগ্রহণ (২০০৮), প্রিয়তমেষু (২০০৯), ও মনপুরা (২০০৯) চলচ্চিত্রে অভিনয় করেন।
-
২০০৮ সালের চন্দ্রগ্রহণ চলচ্চিত্রে ময়রা মাসী চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
-
১৯৯৩ সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।