নোবেলের যত কীর্তি

প্রকাশিত: ০৯:৫২ এএম, ২১ জুলাই ২০২৫ আপডেট: ০৯:৫২ এএম, ২১ জুলাই ২০২৫

একজন শিল্পীর জীবনে কখনও উঠে আসা, কখনও হোঁচট সবটাই যেন ছন্দের মতো মিলে যায়। ‘নোবেল ম্যান’ নামে পরিচিত মাইনুল আহসান নোবেল তেমনই এক ব্যতিক্রমী চরিত্র। ২০১৮ সালে ভারতের ‘সা রে গা মা পা’ মঞ্চে বাংলাদেশি প্রতিযোগী হিসেবে হাজির হয়েই বাজিমাত করেছিলেন তিনি। দ্যুতি ছড়িয়েছিলেন কণ্ঠে, ভঙ্গিমায়, পারফরম্যান্সে। এরপর থেকেই নোবেল শুধুই গায়ক নন, তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও কণ্ঠের জাদুতে মাতিয়েছেন শ্রোতাদের, কখনও ব্যক্তিগত জীবনের বিতর্কে ভেসেছেন সমালোচনার জোয়ারে। তার গানে যেমন বিদ্রোহ, তেমনি আছে আবেগের ছোঁয়া। এই প্রতিবেদনে ফিরে দেখা যাক আলোচিত গায়ক নোবেলের যত কীর্তি, সফলতা আর বিতর্কের গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে