নোবেলের যত কীর্তি
একজন শিল্পীর জীবনে কখনও উঠে আসা, কখনও হোঁচট সবটাই যেন ছন্দের মতো মিলে যায়। ‘নোবেল ম্যান’ নামে পরিচিত মাইনুল আহসান নোবেল তেমনই এক ব্যতিক্রমী চরিত্র। ২০১৮ সালে ভারতের ‘সা রে গা মা পা’ মঞ্চে বাংলাদেশি প্রতিযোগী হিসেবে হাজির হয়েই বাজিমাত করেছিলেন তিনি। দ্যুতি ছড়িয়েছিলেন কণ্ঠে, ভঙ্গিমায়, পারফরম্যান্সে। এরপর থেকেই নোবেল শুধুই গায়ক নন, তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। কখনও কণ্ঠের জাদুতে মাতিয়েছেন শ্রোতাদের, কখনও ব্যক্তিগত জীবনের বিতর্কে ভেসেছেন সমালোচনার জোয়ারে। তার গানে যেমন বিদ্রোহ, তেমনি আছে আবেগের ছোঁয়া। এই প্রতিবেদনে ফিরে দেখা যাক আলোচিত গায়ক নোবেলের যত কীর্তি, সফলতা আর বিতর্কের গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
১৯৯৭ সালের ৭ নভেম্বর গোপালগঞ্জে তার জন্ম। পড়াশোনা গোপালগঞ্জে শুরু হলেও পরবর্তী সময়ে ঢাকা, খুলনা ও দার্জিলিং-এ বেড়ে উঠেন তিনি।
-
২০১৮ সালে নোবেল ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ তে অংশ নিয়ে বাংলাদেশের হয়ে তৃতীয় স্থান অর্জন করেন।
-
খ্যাতির শীর্ষে ওঠার পর তিনি উল্লেখযোগ্যভাবে দুটি দেশেই লালিত হন, দেশি-প্রবাসী উভয় শ্রোতার মাঝে বিতর্কিত জনপ্রিয়তা লাভ করেন।
-
নোবেল মূলত রক, হার্ড রক, আরএন্ডবি, ওয়ার্ল্ড ও জ্যাজ ধাঁচের গান করেন। ‘নোবেলম্যান’ নামে তার ব্যান্ড চলমান রয়েছে। তিনি এ পর্যন্ত অনেক জনপ্রিয় কভার ও মৌলিক গান প্রকাশ করেছেন।
-
সারা বাংলাদেশে যেমন জনপ্রিয় হয় ‘তোমার মন’ ও অন্যান্য কভার, ঠিক তেমনি ইউটিউবে প্রকাশিত ‘তামশা’ গানটি প্রশংসা পেয়েও বিতর্কিত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
-
‘সা রে গা মা পা’র পর বিদেশে (যেমন-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, দুবাই ও মালয়েশিয়ায়) কন্ট্রাক্টে গানের জন্য আমন্ত্রিত হন।
-
এই গায়ক কাজের চেয়ে বেশি আলোচনায় থাকেন তার ব্যক্তিজীবন নিয়ে। বিশেষ করে আচার-আচরণ ও বিয়ে নিয়ে সব সময় খবরের শিরোনাম হন তিনি।
-
২০১৯ সালে মেহরুবা সালসাবিলের সঙ্গে প্রথমবারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। নানা বিতর্কের পর ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
-
এরপর ২০২৩ সালের নভেম্বরে ফারজান আরশীকে বিয়ে করেন এই গায়ক। তবে এই বিয়ে নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়। অবশেষে তার সেই সর্ম্পকও খুব অল্প দিনেই শেষ হয়ে যায়।
-
বিয়ে ছাড়াও নানা কারণে বিভিন্ন সময় কারাগারে যেতে হয়েছে তাকে।
-
কিছুদিন আগেও ইডেন কলেজের ছাত্রীকে নির্যাতনের অভিযোগে কারাগারে যেতে হয় তাকে। এরপর আদালত সেই নারীকে বিয়ে করার রায় দেন।
-
অবশেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ১৯ জুন কারাফটকে প্রিয়া নামের নেই নারীকে বিয়ে করেন নোবেল।
-
কারাফটকে বিয়ের ঘটনার রেশ কাটার আগেই নতুন বিতর্কে জড়িয়েছেন এই গায়ক।
-
এবার নোবেল মদ্যপ অবস্থায় উবারচালককে মারধর করলেন। এমন ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওটি নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা চলছে।