শুভ জন্মদিন বেবী নাজনীন
বাংলা গানের জগতে যাদের নাম সোনার অক্ষরে লেখা থাকবে, তাদের অন্যতম বেবী নাজনীন। ভক্তদের কাছে তিনি শুধু একজন শিল্পী নন, এক অনন্য আবেগ ও সুরের যাদুকরী কণ্ঠ। আজ তার জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে দিনাজপুরে তার জন্ম। শৈশবেই সংগীতের প্রতি ভালোবাসা তাকে অন্য সবার চেয়ে আলাদা করে তোলে। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার সুরের ভুবনে গড়ে ওঠা অসাধারণ যাত্রা। ছবি: ফেসবুক থেকে
-
দিনাজপুরের সংস্কৃতিমনস্ক পরিবারে জন্ম নেওয়া বেবি নাজনীন ছোটবেলাতেই সংগীতের সঙ্গে পরিচিত হন। মাত্র ৭ বছর বয়সে প্রথমবারের মতো মঞ্চে গান গেয়ে সবার মন জয় করেন তিনি। পল্লিগীতি, লোকগীতি দিয়ে শুরু হলেও পরে আধুনিক বাংলা গানের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
-
১৯৮০-এর দশকে অডিও অ্যালবামের যুগে তার গানের জয়যাত্রা শুরু হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকেই শ্রোতারা পেয়ে যান এক মায়াবী কণ্ঠের জাদু। ধীরে ধীরে ‘গানের রানি’ উপাধি পান তিনি।
-
তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে অন্যতম ‘ভালোবাসার প্রজাপতি’, ‘হৃদয়ের রংধনু’, ‘দুঃখী প্রাণের আকাশে’। বাংলা গানের শ্রোতারা একসময় বলতেন প্রেমের গান শুনতে চাইলে বেবি নাজনীনই প্রথম পছন্দ।
-
বাংলাদেশের অডিও ক্যাসেট ইন্ডাস্ট্রির সোনালি সময়ে বেবি নাজনীন ছিলেন শ্রোতাদের প্রিয়তম শিল্পী। তার কণ্ঠের আবেগ আর সুরের মাধুর্য শ্রোতাদের মনে দাগ কেটে গেছে। প্রেম, বিচ্ছেদ, বেদনার সব গল্পই যেন তার গানে প্রাণ পেত।
-
গানের পাশাপাশি তিনি যুক্ত হয়েছেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন বসবাস করে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত হন।
-
তিন দশকের ক্যারিয়ারে বেবি নাজনীন অসংখ্য অ্যালবাম প্রকাশ করেছেন। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা। তিনি বাংলাদেশের সংগীত অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, যার গান এখনো লাখো শ্রোতার হৃদয়ে বাজে।
-
বেবি নাজনীন সংগীতের প্রতি ভালোবাসা দিয়ে নিজেকে গড়ে তুলেছেন। তিনি নিজের পরিবার ও ক্যারিয়ারকে সমন্বয় করে চলেছেন। তার সহজ-সরল ব্যক্তিত্বের কারণেই তিনি শ্রোতাদের কাছে এত প্রিয়।
-
বর্তমানে তিনি দেশে-বিদেশে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। নতুন প্রজন্মের কাছে তিনি শুধু একজন শিল্পী নন, এক অনুপ্রেরণা। সময়ের স্রোত বয়ে যায়, কিন্তু তার সুরেলা কণ্ঠের জাদু শ্রোতাদের মনে চিরদিন বেঁচে থাকবে।