অভিনেত্রী মুক্তির জন্মদিন আজ
ঢাকাই সিনেমার পরিচিত মুখ রুমানা ইসলাম মুক্তি। অভিনয়ে তার সাবলীলতা, সংলাপ বলার ভঙ্গি এবং অনাবিল হাসি সহজেই দর্শকের মন জয় করেছে। আজ তার জন্মদিন। দিনটি তাই শুধু পরিবার-প্রিয়জনের নয়, তার অভিনয়ে মুগ্ধ অসংখ্য দর্শকের কাছেও আনন্দের। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
মুক্তির অভিনয়-যাত্রা শুরু খুব ছোটবেলায়। স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান কিংবা নাটকে অংশ নেওয়ার মধ্যেই তিনি খুঁজে পান নিজের স্বপ্নের পথ। পরিবার থেকেও ছিল উৎসাহ। বাবা-মায়ের সেই সাহসী সমর্থনই তাকে আজকের মুক্তিতে রূপ দিয়েছে।
-
তার অভিনীত সিনেমায় তাকে কখনো দেখা যায় প্রাণবন্ত মেয়ের চরিত্রে, কখনো আবার পরিবারকেন্দ্রিক গল্পের নরম-সরম আবেগঘন ভূমিকায়। তার অভিনয়ের বিশেষত্ব হলো চরিত্রকে বাস্তবের মতো বিশ্বাস করানোর ক্ষমতা। সংলাপের মধ্যে অনুভূতি, চোখের ভাষায় দৃশ্যের মর্ম বোঝানো-এসবই তাকে আলাদা করে।
-
মুক্তি কখনো নিজেকে এক চরিত্রে আটকে রাখেননি। কখনো সাহসী ও দৃঢ়চেতা নারী, কখনো প্রেমে ভরা তরুণী, আবার কখনো নিঃশব্দে দুঃখ লুকিয়ে রাখা চরিত্র সব জায়গাতেই তিনি দেখিয়েছেন পরিপক্বতা। এ কারণেই নির্মাতারা তার উপর আস্থা রাখেন, আর দর্শকরা অপেক্ষায় থাকেন মুক্তিকে নতুন কোন চরিত্রে দেখা যাবে?
-
সময় বদলেছে, বদলেছে কনটেন্ট দেখার মাধ্যম। ইউটিউবের মাধ্যমে মুক্তির কাজ পাচ্ছে দর্শকের ভালোবাসা। নতুন প্রজন্মের দর্শকের সঙ্গেও তার সেতুবন্ধন এমনই।
-
ক্যামেরার সামনে উজ্জ্বল মুক্তির বাইরেও আছে এক শান্ত-সৌম্য ব্যক্তি। পরিবারের সঙ্গে সময় কাটানো, বই পড়া, ভ্রমণ করা এগুলোই তার জীবনের আরেক আনন্দময় দিক। ব্যক্তিগত জীবন নিয়ে কখনো বাড়তি আলোচনায় থাকেন না এই ব্যবহারই তাকে আরও প্রিয় করে তোলে।