ছবিতে ফরিণের ‘মন গলবে না’ লুক
সম্প্রতি অভিনেত্রী তাসনিয়া ফারিণ এর ‘মন গলবে না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও আলোচনায় এসেছে। নিজস্ব প্রোডাকশন ফড়িং ফিল্ম থেকে তৈরি এই মিউজিক ভিডিওতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেলও ছিলেন ফারিণ। সম্প্রতি গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। সেই গানের জন্য ফারিণ বেছে নিয়েছেন নজরকাড়া কিছু পোশাক। চলুন একনজরে দেখে নেই অভিনেত্রীর ‘মন গলবে না’র সব লুক। ছবি: ফারিণের ফেসবুক থেকে
-
পোস্টারে ফারিণের লুক এক নজরেই ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে। পরেছেন কপার–গোল্ড মেটালিক ব্রেস্টপ্লেট টপ, চুল বাঁধা উঁচু পনিটেলে, কানে ঝুলছে গোল্ড হুপ দুল আর মেকআপে কাজল দেওয়া চোখ যেন আরও প্রাণবন্ত করে তুলেছে তার উপস্থিতি।
-
শুটিং সেটের আরও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায় ফারিণ পরেছেন ডিজাইনার জাবিন ইকবালের সাদা ক্রোশেট/কুশিকাঁটার ড্রেস, যা ফিটেড বডি, ফ্লেয়ার্ড লংস্লিভ এবং কোমরে কড়ি-বিডস অলংকরণের সঙ্গে মানানসই। মাল্টি–লেয়ার্ড স্কার্টের সামনে রাখা হাই–স্লিট নকশা এবং কালো অ্যাঙ্কল বুটসের সংমিশ্রণ লুকটিকে আরও স্টাইলিশ করেছে।
-
লালের ওপর বল প্রিন্টের ড্রেসেও নজর কেড়েছেন ফারিণ।
-
কালো পোশাকেও কমেনি ফারিণের সৌন্দর্য।