সিনেমা থেকে সমাজসেবা, বহুমাত্রিক নায়ক ইলিয়াস কাঞ্চন
ঢাকাই সিনেমার আলোচিত ও প্রভাবশালী নায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন আজ। ১৯৫৬ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে তার জন্ম। অভিনেতার প্রকৃত নাম ইদ্রিস আলী, পরে চলচ্চিত্রে নাম হয় ইলিয়াস কাঞ্চন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
কাঞ্চনের অভিনয় জীবনে রয়েছে প্রায় ৩০০ এরও বেশি চলচ্চিত্র এবং তিনি শুধু নায়কের ভূমিকাতেই নয়, চলচ্চিত্র প্রযোজক ও বিভিন্ন সামাজিক উদ্যোগের অগ্রণী নেতারূপেও খ্যাত।
-
১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইলিয়াস কাঞ্চন। সাবলীল অভিনয় দিয়ে দ্রুতই ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখে পরিণত হন।
-
পরবর্তীতে তিনি বহু ব্যবসাসফল ও সমালোচকদের প্রশংসিত সিনেমায় অভিনয় করেন, যার মধ্যে উল্লেখযোগ্য- অভিযান (১৯৮৪), ভেজা চোখ (১৯৮৮), পরিণীতা (১৯৮৬), দুমুরের ফুল (১৯৭৮) ইত্যাদি।
-
কাঞ্চন শুধুমাত্র বাণিজ্যিক ছবিতেই সীমাবদ্ধ থাকেননি; তার অভিনয় বিভিন্ন চরিত্র ও অনুভূতির গভীরে দর্শকদের হৃদয়ে প্রবেশ করেছে। অনেক দর্শক ও সমালোচক তাকে ঢালিউডের একজন কিংবদন্তি নায়ক হিসেবে বিবেচনা করেন।
-
ব্যক্তিগত জীবনে অঘটনের মধ্য দিয়ে যাওয়ার পর, ইলিয়াস কাঞ্চন শুধু অভিনেতা হিসেবেই নয়, সামাজিক কর্মী হিসেবেও ব্যাপক পরিচিতি লাভ করেন।
-
১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চনের এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পর তিনি প্রতিষ্ঠা করেন ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন, যার লক্ষ্য বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। দীর্ঘ তিন দশক ধরে তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন এবং নাগরিকদের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
-
বর্তমানে গুণী এই অভিনেতা লন্ডনে চিকিৎসাধীন, সেখানে তিনি মস্তিষ্কের টিউমার চিকিৎসা নিচ্ছেন। দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক মহলসহ সাধারণ মানুষও তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া এবং সমর্থন জানাচ্ছে।
-
বর্তমানে তিনি শুধু ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক হিসেবেই নয়, একজন সমাজ সংস্কারক এবং নৈতিক দিশারী হিসেবেও উদাহরণ হয়ে উঠছেন।