জন্মদিনে জানুন আমিন খান সম্পর্কে কিছু অজানা তথ্য
ঢাকাই সিনেমার স্টাইলিশ নায়কদের তালিকায় অন্যতম নাম আমিন খান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়েই তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। দুই শতাধিক ছবিতে অভিনয় করা এই নায়ক আজও স্মৃতির পর্দায় সমান উজ্জ্বল। আজ তার জন্মদিন। এই বিশেষ দিনে তার ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও অজানা কিছু তথ্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয় ভক্ত-দর্শকের মনে। পর্দায় রোমান্টিক ছেলে থেকে অ্যাকশন হিরো, নানা চরিত্রে যিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন, সেই নায়ক আমিন খানকে নিয়ে আজ জানুন কিছু অজানা গল্প। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা থেকে আসা এই অভিনেতা বাংলা সিনেমায় প্রায় ২০০টি ছবিতে অভিনয় করে নিজেদের জনপ্রিয়তায় বিশেষ স্থান করে নিয়েছেন।
-
১৯৯০ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতায় অংশ নিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন আমিন খান। এরপর ১৯৯৩ সালে ‘অবুঝ দুটি মন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি সিনে পর্দায় অভিষেক করেন এবং ধীরে ধীরে দর্শকদের মন জয় করতে থাকেন।
-
৯০ দশকের স্টাইলিশ নায়ক হিসেবেও বেশ খ্যাতি পেয়েছেন আমিন খান। তিনি মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন নানা রকম চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
-
তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ফুল নেবো না অশ্রু নেবো’, ‘স্বপ্নের নায়ক’, ‘বীর সন্তান’, ‘বাংলার কমান্ডো’, ‘হৃদয় আমার’, ‘হীরা চুনি পান্না’ এবং ‘পিতার আসন’ সহ আরও বহু চলচ্চিত্র।
-
চলচ্চিত্রের পেছনের জীবনেও তার গল্পটি সহজ ছিল না। তিনি বিভিন্ন সময় সিনেমা জগতের অন্ধকার দিক ও পলিটিক্স-এর শিকার হয়ে ক্যারিয়ারে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তবে দৃঢ় মনোবল ও পরিবারের সহায়তায় তিনি জীবনের প্রতিটি ধাপ পার করে এসেছেন।
-
বর্তমানে তিনি ছবির পর্দায় নিয়মিত না থাকলেও, মাঝে মাঝে তাকে বিজ্ঞাপন ও অন্যান্য মিডিয়া কাজে দেখা যায়। এখনো তার প্রতিভা ও সূর্যের মতো উজ্জ্বল স্মৃতি দর্শকদের মনে অমলিন হয়ে আছে।