নানা লুকে স্টাইলিশ কারিনা কাপুর
প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
আপডেট: ১২:০৭ পিএম, ২৩ নভেম্বর ২০২৪
দেখে বুঝার উপায় নেই যে দুই সন্তানের মা তিনি। আজও জিরো ফিগারের জন্য সবার কাছে পরিচিত কারিনা কাপুর খান। দুই সন্তানের মা হয়েও যে নিজেকে সুপারফিট রাখা যায় সে ব্যাপারে এক অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এই তারকা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
স্বাস্থ্যসম্মত ডায়েট, শরীরচর্চা আর পরিপূর্ণ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেকে ভালো রাখার দিকে বেশ মনযোগী এই অভিনেত্রী।
-
ফুলেল ডিটেইলিং দেওয়া পাউডার ব্লু জ্যাকেটের সঙ্গে হীরার নেকপিসে বেশ মানিয়েছে তাকে।
-
সবুজ সিকুইনের স্লিভলেস ড্রেসে আবেদনময়ী কারিনা।
-
ডেনিম অন ডেনিম লুকে স্টাইলিশ কারিনা।
-
কালো টপ ও স্কার্টের সঙ্গে হালকা সাজ আর খোলা চুলে দারুণ লাগছে অভিনেত্রীকে।
-
ডিজাইনার শাড়িতে লাস্যময়ী নায়িকা।